বেনামী সম্পর্ক

তোমার নামটি জানা হয়েছিলো তোমার সাথে পরিচয়ের প্রথম দিনেই তার পর থেকে জানা হয়েছে তোমার পছন্দ আর অপছন্দের শব্দ পাহাড় চুড়া সময়ের ব্যবধানেে হয়েছে অনেক মান অভিমান পর্ব..দুজনের এই সম্পর্কে নাম দিয়ে গিয়ে অভিধানের পাতা উল্টিয়েছি হাজার পৃষ্টা...তবে এখনো শব্দ চয়ন করতে পারিনি তাই আজও তোমার আমার বেনামী সম্পর্ক .....
কাল্পনিক ৯ঃ২৫ মিনিট সকাল

Comments

Popular posts from this blog

কালো শাড়ী

বুকের পাজর