Posts

Showing posts from October, 2019

কালো শাড়ী

Image
আমাকে হয়তো  পাঞ্জাবি তে দেখতে তোমার খুব একটা ইচ্ছে  করে কি না জানি না.... তবে আমার না ভীষণ ইচ্ছে করে তোমাকে কালো শাড়ীতে দেখতে... চুলগুলো ছেড়ে দিয়ে কানের পাশে একটি লাল টুকটুকে জবা ফুলের সাথে.. হাতে একটি চিকন ফিতের কালো ঘড়ি আর অন্য হাতে..লাল নীল সহ বাহারি রংয়ের চুড়ি ... এক পায়ে পায়েল পড়ে খালি পায়ে সবুজ ঘাসে হাটাহাটি.. যদিও লিপিষ্টিক খুব একটা পছন্দ নয় আমার তারপরও.. হালকা করে একটু দিলে হয়তো ভালো লাগবে.. শরৎতের নীল আকাশে কাশফুলের নদীর ধারে শাড়ীর আঁচল উড়িয়ে মক্তপানে চেয়ে তোমায় ভীষণ দেখতে ইচ্ছে করবে...আচ্ছা তুমি গায়ে জড়াবে তো!! একবার আমার ভাবনার সেই কালো শাড়ী .....

মনের পৃথীবি

অনেক বড় এই পৃথীবিতে হয়তো তুমি খুব নগন্ন কিন্তু তুমি হয়তো জানো না কারো এক মনের পৃথীবিতে অনেক বড় কেউ, তুমি পৃথীবি থেকে হারিয়ে গেলে কিছুই আসে যায় না কিন্তু সেই মানুষটির কাছে থেকে হারিয়ে গেলে তার এই পৃথীবিতে বেঁচে থাকা অর্থহীন হয়ে যাবে। # অজানা_সেই_তুমি

বেনামী সম্পর্ক

তোমার নামটি জানা হয়েছিলো তোমার সাথে পরিচয়ের প্রথম দিনেই তার পর থেকে জানা হয়েছে তোমার পছন্দ আর অপছন্দের শব্দ পাহাড় চুড়া সময়ের ব্যবধানেে হয়েছে অনেক মান অভিমান পর্ব..দুজনের এই সম্পর্কে নাম দিয়ে গিয়ে অভিধানের পাতা উল্টিয়েছি হাজার পৃষ্টা...তবে এখনো শব্দ চয়ন করতে পারিনি তাই আজও তোমার আমার বেনামী সম্পর্ক ..... কাল্পনিক ৯ঃ২৫ মিনিট সকাল

কবিতা লিখার ইচ্ছা

একটা কবিতা লিখার ইচ্ছা ছন্দ মিলিয়ে শুধু তোমাকে নিয়ে কবিতার শুরুছিলো চয়ন মিলিয়ে শেষের বলে কিছু লিখতে চেয়েছিলাম প্রথমা থেকে অধিকতর সুন্দর কিন্তু তা আর হলো.... রয়ে গেল এক অসমাপ্ত কবিতা.. # ব্যার্থ_কবি

বুকের পাজর

আজ বুকের পাজর ভেঙে যায়... দিনে দিনে জমাট বাধাঁ ভালবাসার পাহাড় টা ছেড়ে আসার জন্য .....কত হাসি কান্না সুখে দুঃখে কাটানো সময়... সবাইকে এভাবে ছেড়ে যেতে হবে .....ভা বতে পপারিনি......এতো মায়ামমতায় ঘেরা মুহুর্ত গুলো ভুলতে পারছি না ...দু চোখের কোনে জল ছল ছল করছে আর ভিজিয়ে যাচ্ছে মন......... রংপুর থেকে বিদায় নিলাম..... খুব কাছের মানুষটা তোমায় খুব খুব খুব মনে পড়ছে...... মনে পড়ছে স্যার ...ম্যাম...বন্ধু বান্ধবী....মেস মেট.....রুমমেট.....ছোট ভাই বোন..... ও সকল পরিচিত মুখ...... খুব কষ্টে স্টাটাস টা লিখলাম বুকটা কেপে কেপে উঠছে... যে যেখানে থাকো ভালো থেকো....

ভালবাসা Science

একটুকরো লোহা আর চুম্বক কাছাকাছি রাখলে তাদের মাঝে আকর্ষন হবে......কিন্তু তা শুধু চুম্বক এর টানে....লোহার কোন টান নেই ...চুম্বক টানছে বলেই...এই আকর্ষন .... আবার ২ টুকরা চুম্বক কাছাকাছি রাখলে তাদের মাঝেও আকর্ষন হবে....আর এই আকর্ষন এর শক্তিটা বেশি থাকবে কারন ২ চুম্বক খন্ড ই নিজে নিজের দিকে টানবে..... আর ভালবাসাটাও মাঝে মাঝে এমন হয় যে একজনের টানে আরেক জনের আকর্ষন .... আবার ২ জনের টানে..ই ২ জনের প্রতি আকর্ষন ........ ................. M....R.....N.....O.....Y.....O.....N.

আজো ভালবাসি

Image
তোমাকে আজও  ভালোবাসি সেই আগের মত. তোমাকে খুজে ফিরি সেই সুভ্রূ আলোতে। তোমার অস্তিত্ব খুজে পাই আমার ভালোলাগা ও মন খারাপের সময়ে যেখানে তুমি প্রচেষ্টা করতে আমার ভালোলাগাতে। আজ হয়তো তুমি আমার থেকে অনেক দুরে কিন্তু আজো তোমার বসবাস আমার মনের মাঝে। প্রথম পলকে যখন কোন আলপনা দেখি , সেই আলপনার মাঝেই খুজে পাই তোমায় আর খুজে পাই আমার সেই ভালোলাগা .. ন.....য়.....ন ৩১-০৩-২০১৬

বোঝাপড়া

কখনো চোখের ভাষাও হয়ে যায় রুক্ষ কখনো চেহারাও তোমার হয়ে যায় অভিযোগে পুর্ন কখনো তোমার কন্ঠ হয়ে অতি তিক্ত কখনো তোমার আবেক হয় সিক্ত কখনো তোমার অভিমান যুক্তিযুক্ত তবুও আমি বেখেয়ালি থেকে গেলাম তাইতো আমি ব্যার্থতায় জীর্ণ। #নয়ন_২৯_০৯_২০১৯