মনের পৃথীবি

অনেক বড় এই পৃথীবিতে হয়তো তুমি খুব নগন্ন কিন্তু তুমি হয়তো জানো না কারো এক মনের পৃথীবিতে অনেক বড় কেউ, তুমি পৃথীবি থেকে হারিয়ে গেলে কিছুই আসে যায় না কিন্তু সেই মানুষটির কাছে থেকে হারিয়ে গেলে তার এই পৃথীবিতে বেঁচে থাকা অর্থহীন হয়ে যাবে।
#অজানা_সেই_তুমি

Comments

Popular posts from this blog

কালো শাড়ী

বুকের পাজর

বেনামী সম্পর্ক