কালো শাড়ী
আমাকে হয়তো পাঞ্জাবি তে দেখতে তোমার খুব একটা ইচ্ছে করে কি না জানি না.... তবে আমার না ভীষণ ইচ্ছে করে তোমাকে কালো শাড়ীতে দেখতে... চুলগুলো ছেড়ে দিয়ে কানের পাশে একটি লাল টুকটুকে জবা ফুলের সাথে.. হাতে একটি চিকন ফিতের কালো ঘড়ি আর অন্য হাতে..লাল নীল সহ বাহারি রংয়ের চুড়ি ... এক পায়ে পায়েল পড়ে খালি পায়ে সবুজ ঘাসে হাটাহাটি.. যদিও লিপিষ্টিক খুব একটা পছন্দ নয় আমার তারপরও.. হালকা করে একটু দিলে হয়তো ভালো লাগবে.. শরৎতের নীল আকাশে কাশফুলের নদীর ধারে শাড়ীর আঁচল উড়িয়ে মক্তপানে চেয়ে তোমায় ভীষণ দেখতে ইচ্ছে করবে...আচ্ছা তুমি গায়ে জড়াবে তো!! একবার আমার ভাবনার সেই কালো শাড়ী .....
Comments
Post a Comment