তার অপেক্ষায় ঘুমের রাজ্য
-----------তার অপেক্ষায় ঘুমের রাজ্য------------
-----------------মশিউর_নয়ন-------------------
সময়ঃ2:50Am
অনেক ঘুমে হয় তো মগ্ন হয়ে আছো তুমি এখন
তোমার পাশে থাকলে হয়তো তোমাকে চেয়ে দেখতাম ড্রিম লাইটের আলোয়..
আপছায়া আলোয় এলোমেলো চুল মুখে উপর পড়ে থাকতো তোমার সৌন্দর্য লুকায়ে...
কল্পনায় আকছি তোমার ছবি
ঘুম হারিয়েছে আমার চোখের
রাত কতটা সুন্দর হয়তো তোমাকে এভাবে দেখলে বুঝতে পারতাম
আমার ঘুমের রাজ্য নিকশ কালো
চারিদিক ঝি ঝি পোকার বসবাস
অশান্ত প্রকৃতি তাই তোমায় দেখে দেখে
শুধু ঘুমের জন্য আকুতি...
বড় ইচ্ছে করছে জাগিয়ে দিতে
অর্ধপূর্ণ চাদের আলো তোমায় দেখতে
কোলে মাথা রেখে তোমার বদন সহ
চাদের দিকে তাকাতে আর হারিয়ে যেতে অসীম সীমানায়।
good poem
ReplyDelete