Posts

তার অপেক্ষায় ঘুমের রাজ্য

-----------তার অপেক্ষায় ঘুমের রাজ্য------------ -----------------মশিউর_নয়ন------------------- সময়ঃ2:50Am অনেক ঘুমে হয় তো মগ্ন হয়ে আছো তুমি এখন তোমার পাশে থাকলে হয়তো তোমাকে চেয়ে দেখতাম ড্রিম লাইটের আলোয়.. আপছায়া আলোয় এলোমেলো চুল মুখে উপর পড়ে থাকতো তোমার সৌন্দর্য লুকায়ে... কল্পনায় আকছি তোমার ছবি ঘুম হারিয়েছে আমার চোখের রাত কতটা সুন্দর হয়তো তোমাকে এভাবে দেখলে বুঝতে পারতাম আমার ঘুমের রাজ্য নিকশ কালো চারিদিক ঝি ঝি পোকার বসবাস অশান্ত প্রকৃতি তাই তোমায় দেখে দেখে শুধু ঘুমের জন্য আকুতি... বড় ইচ্ছে করছে জাগিয়ে দিতে অর্ধপূর্ণ চাদের আলো তোমায় দেখতে কোলে মাথা রেখে তোমার বদন সহ চাদের দিকে তাকাতে আর হারিয়ে যেতে অসীম সীমানায়।

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ গাইড

নিচের লিংক থেকে ডাউনলোড করুন https://drive.google.com/open?id=1TTnLQIklNeCj7aB45X8KuKopoZ_XUuXt

আট নম্বর শেষ গাড়ি

আট নম্বর শেষ গাড়ি মশিউর রহমান নয়ন কথা ছিলো ঝিক ঝিক ট্রেনে ফিরবো দুজন এ হটাৎ পরিক্ষার রুটিন তারিখ নির্ধারণ আর তোমার ছুটি হয়ে গেল তায় সাথে আর যাওয়া হলো না কিন্তু ট্রেনে উঠিয়ে দিয়ে আসতে মনে করে দিলে আমায় দায়িত্ববোধ আর ভালবাসার টানে ইচ্ছেও ছিলো নিজের আমার প্রতি গুরুত্ববোধ তোমার ও কখনো কম বোধ করিনি ট্রেনের অপেক্ষায় বসে থাকতে থাকতে আমাকে যে ঘরে ফিরতে হবে তা বার বার মনে করিয়ে দিলে যায় যায় করে বাহানা বানাতে বানাতেই সময় হয়ে গেল ট্রেনের একা যেতে দিতে যে ভিষন ভয় করছে তবুও বগি নম্বর মিলিয়ে সিট খুজে তুলে দিলাম তোমায় ফেছনে ফিরে এলেও মন পড়েই ছিলো সেখানে ট্রেনের জানালায় হাত নেড়ে বিদায় নিয়ে ফিরি স্টেশন হতে এতক্ষণে শহর বড় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে নেই কোন কোলাহল অন্ধকারে গাড়ি না পেয়ে হাটি হাটি পা পা করে একাধাপ সাথে তো মনে খোজে এ বুঝি এতো গাড়ি হতাশ করে দেয় ট্রাকের হর্ণ অবশেষে এক জীর্ণ আট নম্বর গাড়ি ঝিমাতে ঝিমাতে এগিয়ে আশে আর সেই ছিলো রাতে ঘরে ফেরার শেষ আট নম্বর গাড়ি।

সঙ্গী হবে কি

  গ্রামের মেঠো পথ পেরিয়ে পুকুর ধারে কদম তলে বসে জলে ঢিল ছুড়বো সঙ্গী হবে কি..... শীতের সকালে কুয়াশা ভেজা ঘাসে নগ্ন পায়ে হাটাহাটি করার সঙ্গী হবে কি..... চাঁদনী রাতে জোসনায় কোলে মাথা রেখে  চুল টেনে নিবার সঙ্গী হবে কি..... আর ভরা অন্ধকার আচ্ছাদিত রাতে গুটিসুটি হয়ে ভূতের গল্প সঙ্গী হবে কি..... বর্ষায় ডেঙ্গী নৌকে চড়ে বিলে শাপলা,শালুক জলে পা ভেজানোর সঙ্গী হবে কি..... পাহাড়ে পাহাড়ে হেটে চলার হঠাৎ থমকে যেয়ে হাতটি ধরার সঙ্গী হবে কি..... জ্বরে তাপদাহে পড়ে যাওয়া কপালে জল পট্টী করে দেবার সঙ্গী হবে কি... নুয়ে যাওয়া শরির হাটতে অক্ষমতা শেষ সময়ের সঙ্গী হবে কি....         নয়ন

কালো শাড়ী

Image
আমাকে হয়তো  পাঞ্জাবি তে দেখতে তোমার খুব একটা ইচ্ছে  করে কি না জানি না.... তবে আমার না ভীষণ ইচ্ছে করে তোমাকে কালো শাড়ীতে দেখতে... চুলগুলো ছেড়ে দিয়ে কানের পাশে একটি লাল টুকটুকে জবা ফুলের সাথে.. হাতে একটি চিকন ফিতের কালো ঘড়ি আর অন্য হাতে..লাল নীল সহ বাহারি রংয়ের চুড়ি ... এক পায়ে পায়েল পড়ে খালি পায়ে সবুজ ঘাসে হাটাহাটি.. যদিও লিপিষ্টিক খুব একটা পছন্দ নয় আমার তারপরও.. হালকা করে একটু দিলে হয়তো ভালো লাগবে.. শরৎতের নীল আকাশে কাশফুলের নদীর ধারে শাড়ীর আঁচল উড়িয়ে মক্তপানে চেয়ে তোমায় ভীষণ দেখতে ইচ্ছে করবে...আচ্ছা তুমি গায়ে জড়াবে তো!! একবার আমার ভাবনার সেই কালো শাড়ী .....

মনের পৃথীবি

অনেক বড় এই পৃথীবিতে হয়তো তুমি খুব নগন্ন কিন্তু তুমি হয়তো জানো না কারো এক মনের পৃথীবিতে অনেক বড় কেউ, তুমি পৃথীবি থেকে হারিয়ে গেলে কিছুই আসে যায় না কিন্তু সেই মানুষটির কাছে থেকে হারিয়ে গেলে তার এই পৃথীবিতে বেঁচে থাকা অর্থহীন হয়ে যাবে। # অজানা_সেই_তুমি

বেনামী সম্পর্ক

তোমার নামটি জানা হয়েছিলো তোমার সাথে পরিচয়ের প্রথম দিনেই তার পর থেকে জানা হয়েছে তোমার পছন্দ আর অপছন্দের শব্দ পাহাড় চুড়া সময়ের ব্যবধানেে হয়েছে অনেক মান অভিমান পর্ব..দুজনের এই সম্পর্কে নাম দিয়ে গিয়ে অভিধানের পাতা উল্টিয়েছি হাজার পৃষ্টা...তবে এখনো শব্দ চয়ন করতে পারিনি তাই আজও তোমার আমার বেনামী সম্পর্ক ..... কাল্পনিক ৯ঃ২৫ মিনিট সকাল